ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে বড় সাফল্য! R21/Matrix-M ম্যালেরিয়া ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভারতের সেরাম ইন্সটিটিউটয়ের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ম্যালেরিয়া প্রতিষেধক টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার গুণমান, কার্যকরী ক্ষমতা এবং নিরাপত্তা খতিয়ে দেখে ছাড়পত্র দিল।
সেরাম ইন্সটিটিউটয়ের সিইও আদর পুনাওয়ালা বিবৃতি দিয়ে জানিয়েছেন, বহু বছর ধরে কোটি কোটি মানুষের কাছে ম্যালেরিয়া একটি মারাত্মক আতঙ্কের নাম৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ছাড়পত্র ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে একটি বিরাট পদক্ষেপ।
সেরাম ইন্সটিটিউট বছরে ম্যালেরিয়া প্রতিরোধী টিকার ১০০ মিলিয়ন ডোজ উৎপাদন করতে পারবে৷ আগামী দু'বছরের মধ্যে এই পরিমাণ দ্বিগুণ হতে চলেছে।
Boney Kapoor-Sridevi: শ্রীদেবীর মৃত্যুতে তাঁর লাই ডিটেক্টর টেস্ট! এই প্রথম মুখ খুললেন বনি কাপুর
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউট এবং ভারতের সেরাম ইন্সটিটিউটয়ের যৌথ প্রচেষ্টার ফল এই টিকা। সহায়তা করেছে ইউরোপিয়ান অ্যান্ড ডেভলপিং কান্ট্রিস ক্লিনিক্যাল ট্রায়াল পার্টনারশিপ, দ্য ওয়েলকাম ট্রাস্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক।