কয়লা মামলায় (Coal Scam) সুপ্রিম কোর্টে তোপের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার ইডির কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, অনুমতি নিয়ে বিদেশ যাওয়ার পরেও কেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল ?
এমনকী, এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে, বিমানবন্দরে রুজিরাকে আটকানো নিয়েও। এদিন শীর্ষ আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল।
আরও পড়ুন : বিজেপির বাড়ি ঘেরাও, মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলার অনুমতি, খারিজ দ্রুত শুনানি
গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে দুই সন্তান-সহ দুবাই যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কয়লা-কাণ্ডে বিমানবন্দরেই রুজিরার হাতে নোটিস ধরিয়েছিল ইডি। ওই নোটিসে ফের তাঁকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর অভিভাসন দফতরে গিয়ে রুজিরা জানতে পারেন, তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছে। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যান অভিষেকপত্নী।
এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিশান কউল জানান, তদন্তের স্বার্থে বারবার সমন করা যেতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, তা মানতে হবে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তদন্তে বাধা হওয়ার কথা নয়।
আগামী মাসের আট তারিখ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন শীর্ষ আদালতে এই প্রসঙ্গও তোলেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। তার প্রেক্ষিতেই ইডির আইনজীবীর কাছে এই ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।