অযোধ্যায় এখন রাম দর্শনের হিড়িক। লাফিয়ে বাড়ছে হোটেল ভাড়া, ট্রেন-প্লেনের ভাড়া। এদিকে সেই অযোধ্যায় নিয়ে যাওয়ার কারণেই স্বামীর কাছে ডিভোর্স চেয়ে মামলা করলেন স্ত্রী। নতুন বউ-এর অভিযোগ, হানিমুনে গোয়া ট্রিপের প্রতিশ্রুতি দিয়ে অযোধ্যা নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
মাত্র ৫ মাস বিয়ে হয়েছিল নবদম্পতির। হানিমুন নিয়ে নানা প্ল্যান হয়েছিল। ঠিক ছিল গোয়া যাবেন। স্ত্রী-র অভিযোগ তাঁকে না জানিয়েই অযোধ্যা-বেনারসের টিকিট কেটে ফেলা হয়। এমন কী শহর ছাড়ার ঠিক আগে জানতে পারেন হানিমুনে সঙ্গে যাচ্ছেন শাশুড়িও। ট্রিপ সেরে ফেরার ১০ দিনের মাথায় ডিভোর্স চেয়ে মধ্যপ্রদেশের একটি পারিবারিক আদালতে মামলা করেছেন নতুন বউ।
Hooghly News: পোষা হাঁসদের বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, শেষ দেখে ছাড়তে চান চুঁচুড়ার তিথি
তাঁর অভিযোগ, স্বামী তাঁর প্রতি যথেষ্ট যত্নশীল নন, স্ত্রীয়ের চেয়ে বাড়ির লোককে বেশি গুরুত্ব দেন। কাউন্সিলিং সেশনে স্বামী অবশ্য সাফাই দিয়েছেন, মায়ের অযোধ্যা সফরের স্বপ্ন সত্যি করতেই তিনজন একসঙ্গে গিয়েছিলেন। তাঁর আরও দাবি, 'এমন সামান্য কারণে' আদালতে যাওয়া ঠিক হয়নি তাঁর স্ত্রীয়ের।