ইআই প্রযুক্তি যত বেশি উন্নত হচ্ছে, সারা বিশ্বজুড়েই মানুষকে গ্রাস করছে একই চিন্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চাকরি যাবে না তো? এবার সেই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ তথ্য জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানালেন এআই-এর নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। দেশের নাগরিকদের সংকট বাড়াতে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে ভালর জন্য।
ডিজিটাল ইন্ডিয়া বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরো জানান, AI দ্বারা ডিজিটাল নাগরিকদের যাতে ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্যই সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রিত করতে চায়।