কোলে দু বছরের ভাইয়ের দেহ। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তার। বয়স তার মাত্র আট বছর। সাদা কাপড়ে ঢাকা ভাইয়ের দেহ। মাছি ভনভন করছে, তার ভাইয়ের দেহ ঘিরে। মাছি তাড়াচ্ছে, আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। মনে হচ্ছে কারুর অপেক্ষায়। কিন্তু কার জন্য এই প্রতীক্ষা ?
রবিবার মধ্যপ্রদেশের মোরেনার এই ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। দেশ দেখেছে, আর বুক কেঁপেছে। স্থানীয় এক ক্যামেরাম্যানের লেন্সে ধরা পড়েছে এই দৃশ্য। পরে একাধিক হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। জানা গিয়েছেন, আট বছরের ওই বালকের নাম গুলশন। সে বদফ্রা গ্রামের বাসিন্দা। বাবার হাত ধরে ভাইয়ের চিকিৎসার জন্য এসেছিল স্থানীয় জেলা হাসপাতালে। কিন্তু ভাইকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন : কপালে ভর্তি সিঁদুর , লাল শাড়িতে লাজুক বনি, কার সঙ্গে 'গাঁটছড়া' বাঁধলেন অনুষ্কা
এদিকে যে অ্যাম্বুলেন্সে করে তারা এসেছিল, তাও ফিরে গিয়েছে। জেলা হাসপাতাল বলে দেয়, অ্যাম্বুলেন্স নেই। তাই দেহ সাদা কাপড়ে মুড়েই নিয়ে যেতে হবে। তাই অগত্যা ভাইকে কোলে আগলে দেওয়ালে ঠেসান দিয়েই বসেছিল দাদা গুলশন। অবশেষে পুলিশে খবর যায়। পুলিশের উদ্যোগেই গ্রামে ফেরানো হয়।