কোনও মহিলা সঙ্গ দিতে রাজি মানেই যৌন সম্পর্কেও রাজি নয় । মঙ্গলবার একটি যৌন হেনস্থার মামলায় এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) । আদালতের পর্যবেক্ষণ, কোনও মহিলা যদি দীর্ঘদিন কোনও পুরুষের সঙ্গ দেন, তাহলে তার মানে তিনি যে যৌন সম্পর্ক স্থাপনেও রাজি, এমনটা নয় ।
চেক প্রজাতন্ত্রের এক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে সঞ্জয় মালিক ওরফে সন্ত সেবক দাসের বিরুদ্ধে । এদিন, সেই মামলার শুনানি চলছিল হাইকোর্টে । অভিযুক্তের আইনজীবী মক্কেলের জামিনের আবেদন করেছিলেন । সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি জয়রাম । আইনজীবীর যুক্তি ছিল, ওই মহিলা দীর্ঘ দিন ধরে সঙ্গ দিয়েছেন তাঁর মক্কেলকে । এই যুক্তির প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, 'এক জন মহিলা যদি কোনও পুরুষের সঙ্গে থাকতে সম্মত হন, তা যত দিনের জন্য হোক না কেন, সেক্ষেত্রে অনুমান করা যেতে পারে না যে তিনি সেই পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে সম্মত ছিলেন ।'
আরও পড়ুন, Opposition Protest in Delhi : ইডি ও আদানি ইস্যুতে প্রতিবাদ, দিল্লিতে বিরোধীদের মিছিল আটকালো পুলিশ
দিল্লি হাইকোর্টের এই রায়ের পর থেকেই অনেকেই এর সঙ্গে অমিতাভ বচ্চনের 'পিঙ্ক' সিনেমার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন । সেখানেও দীপক সহগলের ভূমিকায় অমিতাভ প্রশ্ন তুলেছিলেন, তাঁর মক্কেল যদি যৌন উৎপীড়নে উদ্যত যুবককে খুন না করতেন, তা হলে নিশ্চিত ভাবেই ধর্ষণের শিকার হতেন তিনি । তখন প্রশ্ন উঠত কেন ওই যুবকদের সঙ্গ দিয়েছিলেন ? এদিন যেন সেই প্রশ্নেরই জবাব দিয়ে দিল দিল্লি হাইকোর্ট ।