বান্ধবীর সঙ্গে ঘরে বাঁধার স্বপ্ন দেখেছিলেন। বদলে ফেলেছিলেন নিজের লিঙ্গ। কিন্তু ভালবাসার গল্প তৈরি হওয়ার আগেই যবনিকা পতন। এত কিছুর পরেও অন্য ছেলের প্রেমে মজে ঘর ভাঙলেন বান্ধবী। আর তা নিয়েই থানা, পুলিশ। শেষ পর্যন্ত মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির (Jhansi)।
জানা গিয়েছে, ঝাঁসির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন সানা। ওই বাড়ির মেয়ে সোনালের অঙ্গে ধীরে ধীরে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাঁদের মেলামেশায় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। কিন্তু সত্যিকারের ভালবাসা কোনও বাধা মানে না। সরকারি চাকরি নিয়ে কোয়ার্টারে থাকতে শুরু করেন সানা। তাঁর সঙ্গেই থাকতেন সোনাল। এর মধ্যেই সানাকে লিঙ্গ পরিবর্তন করাতে রাজি করে ফেলেন সোনাল।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে লিঙ্গ পরিবর্তন করে সানা পুরুষ হয়ে ওঠেন। তাঁর নতুন নাম হয় সোহেল খান। এর মধ্যে সরকারি চাকরি পান সোনাল। এখান থেকেই তাঁদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। জানা যায়, সানা যে হাসপাতালে চাকরি করেন সেখানে জ্ঞান নামে এক ব্যক্তির প্রেমে পড়েছেন তিনি। তাঁর সঙ্গে থাকতে চান। সংসার ছাড়েন সোনাল।
আরও পড়ুন- পোষ্য কুকুরদের 'কুকুর' বলে ডাকার 'অপরাধে' বুকে ঘুষি মেরে হত্যা প্রৌঢ়কে
এরপর সোনালের পরিবার সানার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণের অভিযোগ দায়ের করেন। তখনকার মতো পুলিশ অশান্তি মিটিয়ে দিলেও আদালতের দ্বারস্থ হন সানা। আদালত সোনালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু হাজিরা না দেওয়ার কারণে ১৮ জানুয়ারি পুলিশ সোনালকে গ্রেফতার করে। বর্তমানে জামিনে মুক্ত তিনি।