টাকা ছিল না। হাসপাতাল ভর্তি নিতে চায়নি। সেই হাসপাতালের বাইরে নোংরা মেঝেতেই সন্তান প্রসব করলেন মহিলা। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাঠানকোটে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পাঠানকোটের পিপলি মহল্লার বাসিন্দা জঙ্গি লাল। বয়স ৫১। শ্রমিকের কাজ করেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু হাসপাতালে ভর্তি নিতে চাইনি ডাক্তাররা। এরপরই হাসপাতালের মাটিতেই প্রসব করেন ওই মহিলা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্জাবের স্বাস্থ্যসচিব প্রধান অজয় শর্মা এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ডেপুটি কমিশনার হরবীর সিংও এই ঘটনা নিয়ে আলাদা করে তদন্ত করছেন। অ্যাসিট্যান্ট কমিশনার ডক্টর সুমিত মুধ এই তদন্তের তত্ত্বাবধানে থাকবেন।
আরও পড়ুন: দু'দল ছাত্রের সংঘর্ষে চলল গুলি, আহত ১ পড়ুয়া
অন্তঃস্বত্ত্বা মহিলার স্বামী জঙ্গিলাল হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, "প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিল স্ত্রী। হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্মীরা খুব খারাপ ব্যবহার করে। মুখের উপর দরজা বন্ধ করে দেয়। অমৃতসরে নিয়ে যেতে বলে স্ত্রীকে। আমি বারবার ভর্তি করার অনুরোধ করি।"