ব্যস্ত রাস্তায় এক মহিলাকে কোপাচ্ছে এক ব্যক্তি। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করছেন কেউ কেউ। কিন্তু মহিলার সাহায্যে কেউ এগিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছেন না।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন ভয়ঙ্কর দৃশ্য। হায়দরাবাদের হাফিজ বাবা নগর এলাকার ঘটনা। সেখানেই ব্যস্ত রাস্তার ক্রসিংয়ে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় দুষ্কৃতী এখনও ধরা পড়েনি। নিহত মহিলার পরিচয় জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম সায়েদ নুর বানু। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। মহিলার মেয়ে জানিয়েছেন, তাঁদের বাবা মারা গেছেন কয়েক বছর হল। এর পর থেকেই ওই ব্যক্তি তাঁদের উত্যক্ত করত। অশালীন প্রস্তাব দিত। সে তাঁর মাকে খুনের হুমকিও দিয়েছিল।
আমেরিকা ফেরত দম্পতিকে নৃশংসভাবে খুন, ৫ কোটি মূল্যের গয়না লুঠ, গ্রেফতার ২ পরিচারক
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মহিলার পিছু নিয়েছিল ওই ব্যক্তি। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছুরি নিয়ে হামলা চালায়। নুর বানু মাটিতে পড়ে গেলে একাধিক বার তাকে কোপায়। তারপর পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শণাক্ত করা হয়েছে। তার খোঁজ চলছে।