জোর করে বান্ধবীকে বিয়ে করতে চেয়ে গ্রেফতার হলেন এক তরুণী। মধ্যপ্রদেশের ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে রাজস্থানের নাগৌড় থেকে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া বান্ধবীকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন ধৃত তরুণী। তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেল-সহ একাধিক অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২১ থেকে ২৫ বছর বয়সি এই দুই তরুণীর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার তাঁরা একে অপরের সঙ্গে দেখাও করেছিলেন। অভিযোগ, মধ্যপ্রদেশের ওই তরুণী তাঁর বান্ধবীকে বিয়ে করতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। এখানেই শেষ নয় বান্ধবীর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবিও করেছিলেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত তরুণী তাঁর বান্ধবীকে বারবার হুমকি দিতেন। তাঁর দাবি না মানলে তাঁদের গোপন চ্যাট সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেবেন। তাতেও কোন কাজ না হওয়ায় শুক্রবার রাতে মধ্যপ্রদেশ থেকে তিনি রাজস্থানের নাগৌড়ে বান্ধবীর বাড়িতে পৌঁছন এবং সেখানে তাঁকে জোর করে বিয়ে করতে চেয়ে অশান্তি শুরু করেন। এরপরেই রাজস্থানের ওই তরুণী এবং তাঁর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।