ইনস্টাগ্রামে রিল পোস্ট করা নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, এরপরই আত্মঘাতী হন উত্তরপ্রেদেশের সেওহারার বছর পঁচিশের এক মহিলা। স্টেশন হাউস অফিসার (এসএইচও) ধীরাজ সিং সোলাঙ্কি জানিয়েছেন ,রিঙ্কু সাইনির স্ত্রী নীলম (২৫) শুক্রবার রামখেদা গ্রামে একটি বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেন।
West Bengal Weather Update: কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম? শীত ঢোকার মুখেও বঙ্গে বৃষ্টি?
নিলামের সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করা অপছন্দ ছিল তাঁর স্বামীর। এই নিয়ে মাঝেমধ্যেই লেগে থাকত বিবাদ। সেদিন পরিস্থিতি চরমে পৌঁছতেই আত্মহত্যা করেন ওই মহিলা। নীলমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।