মণিপুরের ছায়া এবার কর্ণাটকে। ওই রাজ্যের বেলাগাভি তালুকের একটি গ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হল সারা গ্রাম। অভিযোগ, নগ্ন অবস্থায় লাইটের পোলে বেঁধে মহিলাকে মারধরও করা হয়েছে। অপরাধ, তাঁর ছেলে পালিয়ে যায় প্রেমিকার সঙ্গে। ছেলেকে 'শিক্ষা' দিতেই মায়ের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তরুণী পালিয়ে যাওয়ার পরেই ছেলের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করে পরিবার, তারপর ছেলের মাকে বিবস্ত্র করে হাঁটানো হয়। পুলিশ এসে, ওই মহিলাকে উদ্ধার করে বলে খবর। জানা যায়, ওই তরুণীর অন্যত্র বিয়েও ঠিক করেছিল পরিবার।
Siberian Tigers-Darjeeling : লারা ও অ্যাকামাস, দার্জিলিং এর চিড়িয়াখানায় নতুন অতিথি সাইবেরিয়ার বাঘ দম্পতি
ঘটনার বিষয়ে মন্তব্য করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, "যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনাটিকে "অত্যন্ত অমানবিক" বলে অভিহিত করেন তিনি।