হবু স্বামীর পরিবারের পণের দাবি মেটাতে না পেরে নিদেকে শেষ করে ফেলল ২৬ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে কেরলেরর তিরুঅনন্তপুরমে। চিকিৎসাবিদ্যার ছাত্রী ছিলেন মৃত ওই তরুণী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম শাহনা। জানা গিয়েছে, রুওয়াইজ ও শাহনা একই হাসপাতালে পড়াশোনা করতেন। দ্য নিউজ মিনিটের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পণ হিসেবে শাহনার পরিবার ৫০ লক্ষ টাকা, ৫০টি সোনার বন্ড ও একটি গাড়ি দিতে চেয়েছিল। কিন্তু তাতে সন্তুষ্ঠ ছিল রুওয়াইজের পরিবার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের পরিবার পণে সোনা, জমি ও একটি BMW গাড়ি চাওয়া হয়েছিল। দাবি মতো পণ না পাওয়ায় বিয়ে ভেঙে দেয় ছেলের বাড়ির লোকজন। আঘাত সহ্য করতে পারেননি শাহনা। তাঁর মৃতদেহের পাশে একটি চিঠিও পাওয়া যায়। তাতে পণ নিয়ে গোলমালের উল্লেখ ছিল।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। কেরলের মহিলা কমিশনের প্রধান আইনজীবী শাহনার মায়ের সঙ্গে দেখা করেছেন। ঘটনার তদন্ত চলছে।