হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুণের একটি হোটেলে। মৃত যুবতির নাম বন্দনা দ্বিবেদী। অভিযুক্ত হলেন ঋষভ নিগম। তাঁরা দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণেতে থাকতেন বন্দনা। ঋষভকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
কেন খুন করল যুবক?
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি ঋষভকে এড়িয়ে চলছিলেন বন্দনা। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি ঋষভ। এরপর বন্দনার সঙ্গে পুণের একটি হোটেলে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই গুলি করে খুন করেন বলে অভিযোগ।
কীভাবে গ্রেফতার করা হয়?
খুন করে হোটেল থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ঋষভ। কিন্তু CCTV ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Read More- অবশেষে জটিলতা কাটল, ৬ দশক পর পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল
পুলিশ জানিয়েছে, ২০১৩ সাল থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তারপর বন্দনা পুণের হিঞ্জওয়াড়ি এলাকার একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় যোগ দিয়েছিলেন। সেখানে চাকরি করার সময়ই সম্পর্কে অবনতি হয় তাঁদের মধ্যে। সম্প্রতি ঋষভকে এড়িয়ে চলছিলেন বলেও জানিয়েছেন ।