তিনি ঈশ্বরের পত্নী। তাঁর স্থান ভেঙ্কটেশ্বরের পাশে। সেখানে বিরাজমান হতে চেয়েছিলেন তিনি। এই অপরাধে এক তরুণীকে চুল ধরে টানতে টানতে মন্দিরের (Bengaluru Temple) বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে। এই গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে শোরগোল।
গত ২১ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) একটি মন্দিরে। সম্প্রতি ওই তরুণী এই ঘটনার অভিযোগ জানান অম্রুতাহলি থানায়। এরপরেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। ইতিমধ্যেই অভিযুক্ত ওই পুরোহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই তরুণী মন্দিরে গিয়ে আনবরত ভেঙ্কটেশ্বরের পাশে বসার আবদার করতে থাকে। পুরোহিত তাঁকে মানা করলে সে পুরোহিতের মুখে থুতু ছোড়েন। এরপরেই মহিলার অভব্য আচরণে বিরক্ত হয়ে তাঁকে চড় মেরে মন্দির থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন ওই পুরোহিত।
আরও পড়ুন- পালিয়ে লাভ হল না, বেঙ্গালুরু থেকে গ্রেফতার প্রস্রাব-কাণ্ডের অভিযুক্ত শঙ্কর
সেই সময় মাটিতে পড়ে যান তরুণী। এরপর চুলের মুঠি ধরে তাঁকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। সেই সময় পাশে কয়েকজন থাকলেও কেউ বিরোধিতা করেননি। গোটা ঘটনাটি রেকর্ড হয় মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছেন সকলে।