হাড় হিম করা ঘটনা বললেও কম বলা হয়। উজবেকিস্তানের (Uzbekistan) এক চিড়িয়াখানায় ভাল্লুকের খাঁচায় নিজের তিন বছরের সন্তানকে ফেলে দিল এক মা।
তাশকন্দ চিড়িয়াখানার (Tashkent Zoo) এই ভয়াবহ ভিডিও এখন সারা পৃথিবীজুড়ে ভাইরাল (Viral Video)। মায়ের এমন পাশবিক আচরণে সভাবতই আতঙ্কিত চিড়িয়াখানায় উপস্থিত বাকিরা।
তবে ভাল্লুকটি বাচ্চাটির কোনও ক্ষতি করেনি, আঘাতও করেনি। শিশুটির গন্ধ শুঁকে সরে গিয়েছে কেবল। পরে চিড়িয়াখানার কর্তৃপক্ষরা শিশুটিকে বাইরে নিয়ে আসে।
হত্যার চেষ্টার দায়ে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুকন্যাটিকে। মাথায় চোট রয়েছে তার।