ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া। এবারেও ঘটনাস্থল রাজধানী দিল্লি। জানা গিয়েছে, দিল্লির (Delhi) সরাই কালে খানে এক নির্মীয়মাণ মেট্রো স্টেশনের কাছে এক মহিলার কাটা মাথা পাওয়া গিয়েছে। এমনকি পাওয়া গিয়েছে কাটা অঙ্গ-প্রত্যঙ্গ। খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজধানীর পুলিশ।
দিল্লি দক্ষিণপশ্চিম পুলিশের ডেপুটি কমিশনার রাজেশ দেও জানিয়েছেন, অঙ্গগুলি এইমস ট্রমা সেন্টারে পরীক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। দেহটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দপ্তরের আধিকারিকরা। নমুনা সংগ্রহ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন - সলমনকে খুন করাই তার জীবনের লক্ষ্য, হুমকি লরেন্স বিষ্ণোইয়ের