রাজ্যসভাতে (Rajyasabha) পাশ হল মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) । বুধবারই এই বিল পাশ হয়েছিল লোকসভায় । এবার বৃহস্পতিবার রাজ্যসভাতেও ১০টা নাগাদ ধ্বনিভোটে পাশ হল মহিলা সংরক্ষণ বিল । বিলের সপক্ষে ভোট পড়েছে ২১৫ টি । বিপক্ষে কেউ ভোট দেননি । একে ঐতিহাসিক জয় বলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ।
রাজ্যসভার সমস্ত সাংসদকে মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, "বিলের উপর অর্থবহ আলোচনা হয়েছে । শুধু বিলের মাধ্যমে নারী শক্তি বিশেষ সম্মান পাচ্ছে না, এই বিলের প্রতি সকল রাজনৈতিক দলের ইতিবাচক ভাবনা আমাদের দেশের নারী শক্তিকে নতুন শক্তি দেবে।"
আরও পড়ুন, Biman Banerjee : দুর্ঘটনার কবলে স্পিকারের কনভয়, কেমন আছেন বিমান বন্দ্যোপাধ্যায় ?
প্রধানমন্ত্রী আরও বলেন, "মহিলা সংরক্ষণ বিল দেশের মানুষের মধ্যে নতুন আস্থা তৈরি করবে। নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তি বৃদ্ধিতে সকল সদস্য ও রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসুন দেশকে বলিষ্ঠ বার্তা। জানিয়ে রাখি এই বিল লোকসভায় পাশ হয়েছে।"