নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতি ফিরল গাজিয়াবাদের ঘটনায়। যুবতীকে অপহরণ করে দুদিন ধরে গণধর্ষণ চালাল দুষ্কৃতীরা। যুবতীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নিগ্রহের অভিযোগ। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ৩৮ বছরের ওই মহিলা। ঘটনার প্রেক্ষিতে মহিলা কমিশনের তরফে চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল অবিলম্বে পদক্ষেপের উদ্দেশ্যে গাজিয়াবাদ পুলিশের কাছে নোটিস পাঠিয়েছেন। এই ঘটনা ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের কথাই মনে করায়, মহিলা কমিশনের নোটিসেও উল্লেখ করা হয়েছে তা।
ইতিমধ্যে ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Weight Loss Tips : ওজন কমাতে চান ? বিকেল পাঁচটার মধ্যে সেরে ফেলুন ডিনার, বলছে গবেষণা
মহিলা কমিশনের রিপোর্ট বলছে, গাজিয়াবাদের নন্দগ্রামে একটি অটোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। ভাইয়ের জন্মদিন উদজাপন করতে যাচ্ছিলেন। তখনই অভিযুক্তরা একটি এসইউভি তে এসে তাকে অপহরণ করে। দুদিন ধরে ৫ জন মিলে তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। এছাড়াও অভিযুক্তরা তার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তরুণীর পূর্ব পরিচিত ছিল। তাদের সঙ্গে ওই তরুণীর পরিবারের সম্পত্তিগত বিবাদ চলছিল। ।
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।