এবার থেকে বিমানে আর মাস্ক বাধ্যতামূলক নয়, বুধবার এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে যাত্রীদের তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এখনও অবধি বিমানে ভ্রমণকালে বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার পরতে হয়। সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুধবার এমনটাই জানায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
বিমান কোম্পানিগুলি এখন থেকে বিমানের যাত্রীদের শুধুমাত্র মাস্ক বা ফেস কভার পরার পরামর্শ দিতে পারবে। বুধবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, মাস্ক বা ফেস কভার না পড়লে নির্দিষ্ট জরিমানা বা শাস্তির ঘোষণারও কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন- Man Killed Live In Partner : আদালতের নির্দেশে আফতাবের নার্কো, তদন্তভার যেতে পারে সিবিআই-এর কাছে
আপাতত গোটা দেশে করোনা সংক্রমণের মাত্র ০.০২ শতাংশ সক্রিয় করোনা আক্রান্ত। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৯ শতাংশে। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ২৮ হাজার ৫৮০ জন। মৃত্যুহার নেমে এসেছে ১.১৯ শতাংশে। এই করোনা পরিসংখ্যান আশা যোগাচ্ছে সাধারণ মানুষকে।