বিহারে (Bihar News) রাস্তার ধারে বন্ধ গাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । পুলিশের প্রাথমিক অনুমান দম আটকেই মৃত্যু হয়েছে তাঁর । মৃতের নাম কিষণ লোহার । পেশায় তিনি গাড়ির ড্রাইভার বলেই জানা গিয়েছে । মৃত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর । বিহারের জমুইয়ে বাইপাস রোডে অবস্থিত নীরজ হোটেলের কাছে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধ গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন কিষণ । তারপর রবিবার সকালে সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, কিষণ গাড়ির মধ্যে মশার কয়েল জ্বালিয়েছিলেন । সেই অবস্থাতেই গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি । ধীরে ধীরে কয়েলে বিষাক্ত ধোঁয়া বদ্ধ গাড়িতে ছড়িয়ে পড়ে । ওই ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান ।
আরও পড়ুন, Digital Strike On China: ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের, ২০০ এর বেশি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
মৃত যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্য়ুর আসল কারণ জানা যাবে ।