পাড়ার এক ছেলের সঙ্গে প্রেম করছে বউ। এই খবর কানে এসেছিল। সেই খবর পাকা করতেই টোপ ফেলেছিল। মিলেও গিয়েছিল। বউয়ের প্রেমিকের দেহ কয়েক টুকরো করে পাড়ার ভ্যাটে ফেলেও এসেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। তার নাম মীলাল প্রজাপতি। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে বাড়িতে ফাঁদ পেতে বউয়ের প্রেমিককে ডেকে এসেছিল মীলাল। তারপর দু জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেই প্রেমিকের উপর আক্রমণ করে। দেহ ছয় টুকরো করে পাড়ার ভ্যাটে ফেলে দিয়ে আসে।
গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে থেকে বউ প্রেম করছে, এই সন্দেহ দানা বেধেছিল মীলালের মনে। সামান্য একটি সংস্থার কর্মচারী মীলাল বউয়ের উপর নজর রাখা শুরু করেছিল। গত কয়েকদিন আগে অফিস থেকে বাড়ি ফিরে মীলাল দেখে, মেয়ের পায়ে গরমজল পড়ে গিয়েছে। মেয়েকে নিয়ে হাসপাতালেও যায়। সেখান থেকে ফোন করে বউকে জানায়, সে আজ বাড়ি ফিরতে পারবে না। কারণ মেয়েকে হাসপাতালে এক রাত্রি রাখতে হবে। বউকে সে বলে, বাড়ি একা না থেকে কাউকে যেন ঢেকে নেয়।
পুলিশের দাবি, এখানে মিলে যায় মীলালের ছক। হঠাৎ করে বাড়ি ফিরে মীলাল দেখে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে বউ। এরপরেই প্রেমিকের উপর হামলা করে, তার দেহ আধ ডজন টুকরো করে ফেলে। ফেলে আসে পাড়ার ভ্যাটে। কিন্তু পরের দিন ওখান থেকে দেহের টুকরো উদ্ধার হয়। সিসি ফুটেজ দেখে মীলালকে চিহ্নিত করা হয়েছে।