গুজরাতে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। পাঠানকে নোটিসও পাঠানো হয়েছিল। এবার সেই নোটিসের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন ক্রিকেটার।
গত ১৩ জুন পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন বরোদার প্রাক্তন BJP কাউন্সিলর বিজয় পাওয়ার। তিনি জানিয়েছেন, বরোদায় একটি বাংলো রয়েছে পাঠানের। অভিযোগ, সেই বাংলোর পাশের জায়গা দখল করে নিয়েছেন ইউসুফ।
Read More- 'প্রতি মুহূর্তে যোগাসন থেকে সুফল পাওয়া যায়', বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
বিজয় পাওয়ার জানিয়েছেন, নিজের বাংলোর পাশে যে সরকারি জমি রয়েছে তা কিনে নিতে চেয়েছিলেন ইউসুফ পাঠান। সেখানে নিজের আস্তাবল করতে চেয়েছিলেন। পুরসভা নেই জমি দেওয়ার জন্য অনুমোদন দিলেন গুজরাত সরকারের তরফে সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছিল। অভিযোগ এরপর ওই জমি দখল করে নিয়েছেন ইউসুফ পাঠান।
এরপরেই আইনি পদক্ষেপ নেওয়া হয়। আদালতের নোটিসও পাঠানো হয় তাঁকে। সেই নোটিসের বিরোধিতা করে হাইকোর্টে গেলেন ইউসুফ পাঠান।