মেক্সিকান উদ্যোগপতি এবং মডেল গার্সিয়া মউনজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফুড ডেলিভারি অ্য়াপ জ়োমাটোর CEO দীপিন্দর গয়াল। কয়েকমাস আগেই তাঁরা বিয়ে করেছেন। যদিও বিয়ের বিষয়ে সোশাল মিডিয়ায় কিছুই জানাননি দীপিন্দর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তাঁরা সেখান থেকে ফিরে আসেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গার্সিয়ার কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টে। এর আগে কাঞ্চন যোশী নামে এক সহপাঠীকে বিয়ে করেছিলেন দীপিন্দর। তাঁরা দুজনেই IIT দিল্লির পড়ুয়া ছিলেন।
গার্সিয়া ইনস্টা পোস্টে জানিয়েছেন, বর্তমানে তিনি ভারতে রয়েছেন। এরসঙ্গে তিনি কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, নতুন বাড়িতে নতুন জীবনের কিছু ঝলক। সম্প্রতি একটি লাক্সারি কনজিউমার প্রডাক্টের স্টার্টআপ শুরু করেছেন গার্সিয়া।