পেটের দায় বড় দায়। দুটো পয়সা রোজগারের আশায় কত মানুষ রোজ ছুটে চলেছে। কেউ করছেন ডেলিভারি, কেউ বা সিকিউরিটি গার্ডের চাকরি। লেখাপড়া করার ইচ্ছে থাকলেও, সবার সামর্থ্য থাকে না। তখনই রোজগারের পথ বেছে নিতে হয়। কিন্তু কারও যদি কোনোকিছু করার ইচ্ছে থাকে, তার জন্য চেষ্টাটাই বড় কথা। সম্প্রতি এমনই এক নজির মিলল ইন্টারনেটে।
ইউপিএসসি লেকচারার আয়ুষ সাঙ্ঘি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একজন জোম্যাটো ডেলিভারি বয় জ্যামে আটকে রয়েছেন। সেই সময়ের মধ্যেই তিনি অনলাইনে ইউপিএসসির লেখাপড়া করছেন।
Filmfare Bangla 2024 : সেরা অভিনেতা প্রসেনজিৎ, সেরা ছবি অর্ধাঙ্গিনী, অনুপমের ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড !
এই ভিডিও নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এই ভিডিও দেখে অনুপ্রাণিতও হয়েছেন।