গ্রাহকদের চাহিদা অনুযায়ী, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দেওয়াই কাজ জোম্যাটোর (Zomato) । আর তা করতে গিয়ে প্রায়ই নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ফুড ডেলিভারি সংস্থাকে । কিন্তু, খাবার সরবরাহ করতে গিয়ে যে এভাবে দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকার ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে হবে, তা হয়তো ভাবা যায়নি । এতে রীতিমতো বিরক্ত জোম্যাটো কর্তৃপক্ষ । সম্প্রতি, ফুড ডেলিভারি সংস্থার (Zomato Viral News) একটি টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
টুইটে দেখা যাচ্ছে, কোনও এক গ্রাহকের উদ্দেশেই কড়া বার্তা দিয়েছে জোম্যাটো । জানা গিয়েছে, ভোপালের অঙ্কিতা নামের এক তরুণী জোমাটো থেকে তাঁর প্রাক্তনকে তিনবার খাবার পাঠায়। কিন্তু সেই খাবার নিতে রাজি হননি যুবক।
কোম্পানির মতে, অঙ্কিতা ক্যাশ অন ডেলিভারি-তে প্রতিবার অর্ডার দেওয়ায় তা নিতে রাজি হননি যুবক । জোম্যাটোর টুইটে লেখা, 'ভোপালের অঙ্কিতা, দয়া করে আপনি আপনার প্রাক্তনকে ক্যাশ অন ডেলিভারিতে খাবার পাঠানো বন্ধ করুন । এই নিয়ে তৃতীয়বার তিনি টাকা দিয়ে ওই অর্ডার নিতে রাজি হননি ।' ওই যুবক খাবার না নেওয়ার কারণে তিনবারই লোকসানের মুখে পড়তে হয় সংস্থাকে । তারপরই টুইট করে গ্রাহককে কড়া বার্তা দেয় জোম্যাটো ।
আরও পড়ুন, 3rd August in history: কলম্বাসের যাত্রা শুরু, প্রয়াত সুভাষ চক্রবর্তী, ইতিহাসের চোখে ঘটনাবহুল ৩ অগস্ট
টুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । কমেন্টবক্স ভরে যায় নেটিজেনদের প্রতিক্রিয়ায় । মজার মজার কমেন্ট করেছেন অনেকে । কারও হাসি থামেনি, আবার কেউ লিখেছেন, 'অঙ্কিতার বয়ফ্রেন্ড ভাবছেন আমি ব্রেক আপের আগে টাকা দিতাম আবার ব্রেক আপের পরেও দেবো!' আবার প্রাক্তনকে এভাবে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন অনেকে ।