"অনেক মানুষের মধ্যেই ভ্যাকসিন (Vaccine) নেওয়ার অনীহা আছে।" আক্ষেপ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim। সোমবার থেকে কলকাতার স্কুলে স্কুলে শুরু হবে ১৫-১৮ বছরের টিকাকরণ। মেয়র জানান, দেড় লক্ষ ডোজের টিকাকরণ সম্পূর্ণ করা হবে। শনিবার চেতলার ৮২ নম্বর কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে (TMC Foundation Day) দলীয় পতাকা উত্তোলন করেন ফিরহাদ হাকিম। প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেন হুইলচেয়ার ও কানে শোনার মেশিন। মহিলাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মতে, এখনও প্রথম ডোজের টিকাই নেননি, এমন সংখ্যক মানুষও আসছেন। কলকাতার মতো টিকাকরণ কেন্দ্র (Vaccination Center) আর কোনও জেলায় নেই। আমরা মেগা সেন্টার করেছি। তারমধ্যেও দুর্ভাগ্য, কিছু কিছু মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন না। অনেক বোঝানোর পরে নিতে চাইছে।"
আরও পড়ুন: ৮০ শতাংশ করোনা আক্রান্তই উপসর্গহীন, সেফ হোম চালু করছে পুরসভা, জানালেন মেয়র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ১৫-১৮ বছরের টিকাকরণের নির্দেশ দিয়েছে রাজ্যগুলোকে। সোমবার থেকে কলকাতায় শুরু হবে এই টিকাকরণের কাজ। ফিরহাদ জানান, "আমাদের প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন হাতে আছে। দেড় লক্ষ মানুষ ১৫ বছরের ঊর্ধ্বে যারা, এরা কোভ্যাক্সিন নেবে। এই কোভ্যাক্সিন দেওয়ার কাজ সোমবার থেকে চালু হবে। আমরা স্কুলে স্কুলে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করব। "