আরও জটিল কলকাতা মেডিক্য়াল কলেজের পরিস্থিতি। এবার গুরুতর অসুস্থ অনশনরত এক পড়ুয়া। তাঁর নাম ঋতম মুখোপাধ্য়ায়। তাঁকে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রায় ১০০ ঘণ্টা হতে চলল পড়ুয়াদের অনশন। কিন্তু এখনও জট কাটল না। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এই আমরণ অনশনের ডাক দিয়েছেন পড়ুয়ারা। জট কাটাতে মঙ্গলবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য়ের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। যদিও গত শনিবার একদফার বৈঠক করেছিলেন তিনি। তাতেও অবশ্য জট কাটেনি।
প্রথমে ঠিক হয়েছিল ছাত্র সংসদের নির্বাচন হবে কলকাতা মেডিক্য়াল কলেজে। কিন্তু পরে তা বাতিল করা হয়। তার প্রতিবাদে প্রথম কর্মবিরতি শুরু হয়। সেই পরিস্থিতি আয়ত্তে আনা গেলেও, এখন পড়ুয়াদের আমরন অনশন ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। এরআগে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়েছেন। কিন্তু ঋতমকে সুস্থ করতে এবার ময়দানে নেমেছেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।
এদিকে বারবার পড়ুয়াদের অনশন তুলতে অনুরোধ করা হয়েছে। তাতেও চিড়ে ভেজেনি। কারণ, পড়ুয়াদের স্পষ্ট দাবি, অবিলম্বে মেডিক্যাল কলেজে নির্বাচন করতে হবে। ফলে মঙ্গলবারের বৈঠকের দিকেই সবাই তাকিয়ে রয়েছেন। কারণ, কী বলবেন স্বাস্থ্য সচিব, সেটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে।