ছুটির দিনেও রেষারেষি। যার জেরে সাতসকালেই বাস দুর্ঘটনা। সল্টলেকে সেক্টর ফাইভে বাস উল্টে জখম কমপক্ষে ১০ জন। সোমবার কলেজ মোড় এলাকায় প্রথমে একটি গাড়ি ও পরে দুটি মোটরবাইকে ধাক্কা মেরে উল্টে যায় কেবি-16 রুটের একটি বাস। অভিযোগ, একই রুটের দুটি বাস সেইসময় রেষারেষি করছিল।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে গোদরেজ ওয়াটার সাইটের দিক থেকে করুণাময়ী যাচ্ছি বেসরকারি রুটের এই বাস। কলেজ মোড়ে এলে সিগন্যাল ফেল করে একটি গাড়িকে প্রথমে ধাক্কা মারে বাসটি। এরপর ডিভাইডারে ধাক্কা খেয়ে তা উল্টে যায়। এয়ারব্যাগ খুলে যাওয়ায় গাড়ির আরোহীদের তেমন কোনও ক্ষতি হয়নি।
আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিধাননগর কমিশনারেটের পুলিশ। আহতদের উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের কমবেশি প্রাথমিক চিকিৎসকার পর ছেড়ে দেওয়া হয়েছে।