নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার চার্জশিট জমা দেয় সিবিআই। তালিকায় ১২ জনের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তালিকায় আছে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের নাম। SSC-এর প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্না বসুরও নামও চার্জশিটে আছে।
সিবিআইয়ের চার্জশিটে নাম আছে
শান্তিপ্রসাদ সিনহা (SSC)
অশোক কুমার সাহা (SSC)
সুবীরেশ ভট্টাচার্য (SSC)
কল্যাণময় গঙ্গোপাধ্যায় (SSC)
পর্ণা বসু (SSC)
সমরজিৎ আচার্য (SSC)
প্রসন্ন রায়
প্রদীপ সিং
জুঁই দাস
আজাদ আলি মির্জা
ইমাম মোমিন
রোহিত কুমার ঝাঁ
আরও পড়ুন: 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর লাকি উইনার, প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত মহিলা
চার্জশিটে এই ১২ জনের মধ্যে প্রথম ৬ জনই সরাসরি এসএসসির সঙ্গে যুক্ত। বাকি ৬জনকে প্রাইভেট পার্সন বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। অর্থাৎ যারা সরাসরি জড়িত নয়।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "যাঁদের নামে চার্জ দেোয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে তথ্য পাওয়া গিয়েছে। তাঁরা অভিযুক্ত। তদন্ত এখনও চলছে। দুর্নীতিমূলক নিয়োগের সিদ্ধান্ত যারা নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে চার্জশিট দিতে হবে।"