রাজ্যের আশাকর্মীদের একাংশের বিক্ষোভে সাময়িক উত্তেজনা সল্টলেকে। মঙ্গলবার ১২ দফা দাবিতে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। দফতরের মূল গেটেই তাঁদের আটকে দেয় পুলিশ। সূত্রের খবর, এই ঘটনায় দু জন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি রুখতে সরকারি তালিকার প্রথমে রাখা হয়েছিল আশাকর্মীদের। মূলত এই কাজ করতে গিয়েই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হন আশাকর্মীরা। এদিন স্বাস্থ্যভবন অভিযানে এই ঘটনাকেই তাঁরা মূল দাবি হিসাবে সামনে রাখেন। তাঁদের অভিযোগ, কেন প্রশাসনের বাকি দফতর থাকতে আবাস যোজনার অনুসন্ধানে আশাকর্মীদের এগিয়ে দেওয়া হল।
এছাড়াও স্থায়ী বেতনের দাবি জানাতেও এদিন সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েক করেছিলেন আশাকর্মীরা। স্বাস্থ্যভবনে ঢোকার মুখে তাঁদের আটকে দেয় পুলিশ। সাময়িক উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।