শনিবার ভোররাতে আগুন লাগে নিউটাউনের(Newtown Fire Update) জ্যোতিনগর মৃধা মার্কেটে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১২টি দোকান। শীতের রাতে এই ঘটনায় প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে তাঁরাই আগুন(Fire at Newtown) নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ৫টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের মতে, ভোর চারটে থেকে সোয়া চারটের মধ্যেই আগুন লাগে ওই মার্কেটে।
দমকল সূত্রে খবর, বাঁশ-প্লাইউড-খড় ইত্যাদি দাহ্য পদার্থ দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি বলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার(Gas Sylinder Stocks) মজুত থাকায় আগুন আরও ভয়াল রূপ ধারণ করে। গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দে আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অবশেষে দমকলের(Newtown Fire Update) ৫টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হওয় বলেই খবর।
আরও পড়ুন- Babita Sarkar : অ্যাকাডেমিক স্কোরে ভুল তথ্য, নতুন জটে ববিতা, তাঁর চাকরির এখন অন্য দাবিদার !