হরিদেবপুরে (Haridevpur) ৪১ পল্লীর কাছে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল ১২ বছরের কিশোরের। নাম, নীতিশ যাদব, বয়স ১২। রবিবার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিশোরকে বাঁচানো যায়নি।
শিক্ষকের বাড়িতে প্রসাদ দেওয়ার কথা ছিল। কিন্তু তা আর সারা হল না। শিক্ষকের বাড়ির সামনেই রাস্তায় জল জমে ছিল। সেখানে জল পেরনোর জন্য ল্যাম্পপোস্টে হাত দেওয়া মাত্রই জমা জলে লুটিয়ে পড়ে ছেলেটি।
New rule for driving: মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সারা রাত থাকতে হবে থানায়, নির্দেশ কমিশনারের
স্থানীয় দের অভিযোগ প্রায় আধ ঘণ্টা দেহ পড়ে ছিল। তারপর বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্মীরা এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই এখানে জল জমে।