বাজ পড়ে মৃত্যু কলকাতায় (Kolkata)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ধাপায়। পুলিশ সূত্রে খবর, আচমকা বাজ পড়ায় দুজন মহিলা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বজ্রপাতে মৃত্যু হয়েছে কাজলা নস্কর ও পলানি মন্ডলের। একজনের বয়স ৫৮, অন্য জন ২৪। সন্ন্যাসী মন্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি আছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। জঞ্জাল সংগ্রহের কাজ করেন তারা।
আরও পড়ুন: শহরকে দূষণমুক্ত রাখতে বড় পরিকল্পনা পুরসভার, আসছে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান
বৃষ্টির দাপটে বেশ কয়েকটি জায়গায় বাড়িঘরের চাল উড়ে যায়। উপড়ে যায় কিছু গাছও। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দুপুরের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিললেও, তা দীর্ঘস্থায়ী হবে না।