নির্ধারিত যাত্রাপথ (Bus Route Change) মেনে বাস চলছিল না। অতিরিক্ত লাভের আশায় যাত্রাপথ বদল করার অভিযোগ বাসমালিকের বিরুদ্ধে। আদালতের নির্দেশও মানা হয়নি। আদালত অবমাননার দায়ে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। আগামী পাঁচদিনের মধ্যে এই জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস রাস্তায় নামবে না।
পুরুলিয়ার ঝালদা থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত ছিল বাসের রুট। অভিযোগ, বাসমালিক শিবনাথ বন্দ্যোপাধ্যায় এই রুটে বাস চালাতেন না। অধিকাংশ সময় পুরুলিয়া থেকে বাস এনে রাখা হত এসপ্ল্যানেড টার্মিনালে। সেখান থেকে বাস যেত পুরুলিয়ায়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন আরেক বাসমালিক আল্পনা হালদার। তাতে কাজ না হওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর দাবি, ওই বাসের রুটে এসপ্ল্যানেড টার্মিনাল নেই। অভিযোগ, তার পরও সেখান থেকে যাত্রী তোলা হয়। এর ফলে ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য বাসমালিকরা।
আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়, রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ
গত ২ সেপ্টেম্বর আদালত অবমাননার দায় মামলা দায়ের করা হয় বাসমালিক শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থানীয় থানাকে নির্দেশ দেন আগামী সাতদিনের মধ্যে তাঁকে আদালতে হাজির করাতে হবে। বৃহস্পতিবার আদালতে প্রথমে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁর। আবেদনের পর তা কমিয়ে ২ লক্ষ টাকা করা হয়।