মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে বিগত কয়েকদিনে কয়েক লাখ কিউসেক জল ছেড়েছে DVC। আর তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার DVC-র জলাধারা নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের দুই শীর্ষ আধিকারিক ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।
DVC-র জলাধার নিয়ন্ত্রণ কমিটিতে ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু এবং সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়র। তাঁরা দুজনেই ওই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন।
ইস্তফাপত্রে কী লিখেছেন তাঁরা?
শান্তনু বসু যে পদত্যাগপত্র পাঠিয়েছেন সেখানে তিনি লিখেছেন, রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে DVC। যার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। আর সেইকারণেই DVC-র জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। একই অভিযোগ করে ইস্তফা দিয়েছেন সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়রও।
জল ছাড়ার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই জল ছাড়া হয়েছে। ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, DVC-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য। এমনকি পুরো বিষয়টিকে ম্যান মেড বন্যা বলেও কটাক্ষ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফের একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। সেখানেও দুই প্রতিনিধির ইস্তফার বিষয়টিও জানান।
মোদীকে পাঠানো চিঠির পালটা জবাব দিয়েছিলেন জল শক্তিমন্ত্রী সি আর পাতিল। তিনি জানিয়েছিলেন, রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। বাংলায় বন্যা আটকানোর চেষ্টা করা হয়েছিল।
এরপরেই DVC-র কমিটি থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুই প্রতিনিধি। এর ফলে ওই কমিটিতে ঝাড়খন্ড ও কেন্দ্রের অন্য সংস্থার প্রতিনিধি থাকলেও রাজ্যের কোনও প্রতিনিধি থাকছে না।