বসিরহাটে গত লোকসভা ভোটের প্রচারে গিয়ে একথা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী সোমবার সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই সন্দেশখালি, যাকে ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
রাজনৈতিক মহলের মতে, ৩০ ডিসেম্বর মমতার সন্দেশখালি সফর বেশ গুরুত্বপূর্ণ। সন্দেশখালির ঘটনায় এখনও জেলবন্দি শেখ শাহজাহান। রাজনৈতিক মহলের দাবি, ওত বিতর্কের পরেও বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি এগিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেসকেই।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি প্রকল্পের উদ্বোধনেই তিনি সন্দেশখালি যাবেন। নতুন বছরের শুরুতেই তিনি যাবেন কপিলমুনির আশ্রম পরিদর্শনে। এই বছর সাগরমেলার আগেই উদ্বোধন হবে ই-ভেসেলের। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। পাঁচ ও ছয় তারিখ কলকাতা হবে এই বাণিজ্য সামিট। তবে, রাজনৈতিক মহলের বর্ষ শেষের আগে মুখ্যমন্ত্রীর সন্দেশখালি যাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ।