উৎসবের কোনও আঁচই কলকাতাকে না ছুঁয়ে থাকতে পারে না। একের পর এক উৎসবে শহরের এক এক প্রান্ত মেতে ওঠে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তিলোত্তমার রাস্তায় লাল সাদা টুপির ভিড়। পার্ক স্ট্রিট, বো ব্যারাকে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। একই ছবি কলকাতার বিভিন্ন মার্কেট-এরও। গড়িয়াহাট, হাতিবাগান, এসপ্ল্যানেড মার্কেট সেজে উঠেছে ক্রিসমাসের সাজে।
এডিটরজি বাংলার তরফে আমরা ঘুরে দেখলাম হাতিবাগানের বড়দিনের বাজার। নতুন নতুন নানা জিনিসে সেজে উঠেছে বড়দিনের হাতিবাগান মার্কেট। বড়দিন মানেই লাল সাদা টুপি, জামা , মজার ভিড়। সেসবের মধ্যেই নতুন করে নজর কাড়ল সান্টা ক্লজের আদলে গোপালের জামা। গোপালের ঘাগড়া, থেকে শুরু করে জামা তৈরি হয়েছে ক্রিসমাসের থিমে। ৫০ টাকা থেকে শুরু করে ১০০, ১৫০ বিভিন্ন দামের জামা বিকোচ্ছে হাতিবাগান বাজারে।
সঙ্গে দোকান সেজে উঠেছে রকমারি আলো, সান্টা টেডিবিয়ার, টুপি, চকোলেট, গাছ, বল সহ একাধিক জিনিস ঝুলছে হাতিবাগানের দোকানে দোকানে। তবে বিক্রেতার দাবি অন্যান্যবারের তুলনায় এবার বেশ খারাপ বাজার। শীত না পড়াতেই নাকি ক্রিসমাস নিয়ে বিশেষ হেলদোল দেখা যাচ্ছে না ক্রেতাদের মধ্যে।