প্রাপ্য ডিএ-এর দাবিতে অনশনে(Hunger Strike For DA) নেমে অসুস্থ হয়ে পড়লেন দুই অনশনকারী। সোমবারের পর মঙ্গলবার। টানা অনশনের জেরে ফের অসুস্থ আরেক অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী অনিরুদ্ধ ভট্টাচার্য। বুকে ব্যথা শুরু হতেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর।
সোমবার রাতেই অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী সঞ্জিৎ চক্রবর্তী। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে(PG Hospital)। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় শহরের এক বেসরকারি হাসপাতালে(RN Tagore Hospital)। ভর্তি করা হয় আইসিইউতে।
আরও পড়ুন- West Bengal Weather Update : শীতের আমেজে প্রেমদিবস উদযাপন, ৪৮ ঘণ্টায় ৭ ডিগ্রি পারদ পতন
বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর ফারাক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ শতাংশ। দীর্ঘদিন ধরেই প্রাপ্য ডিএ-এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা(Retired STate Govt. Employees)। ডিএ-এর দাবিতে একাধিক মামলাও হয় হাইকোর্টে(Calcutta HC on DA)। কিন্তু সেখানে রাজ্য সরকার জানিয়েছিল সরকারি কর্মচারীদের কোনও ডিএ বাকি নেই।