এই শীতেই গঙ্গায় ভাসতে চলেছে দূষণহীন ২২টি নয়া জলযান। ৮০ ও ১০০ আসন বিশিষ্ট এই ভেসেলগুলো ঘাট পারাপার করবে বলেই খবর। কলকাতার বিভিন্ন ঘাটে থাকা এই ভেসেলগুলোর নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ৯টি অত্যাধুনিক জেটিও উদ্বোধনের কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, জলপথ পরিবহনের ব্যবস্থাকে ঢেলে সাজাতে আগ্রহী প্রশাসন। জেটির আধুনিকীকরণের পাশাপাশি গঙ্গায় নামছে নয়া ভেসেল। নয়া ভেসেলগুলোতে থাকছে বায়ো টয়লেট। তাছাড়া এগুলো থেকে কোনওভাবেই জল দূষিত হবে না বলেই জানানো হয়েছে। এমনকি, ভবিষ্যতে ই-ভেসেল বা বৈদ্যুতিক জলযান নামানোরও চিন্তাভাবনাও শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।
আরও পড়ুন- Behala Crime News: ভরদুপুরে ভয়াবহ কাণ্ড বেহালায়, সাতজনকে কাটারির কোপ স্থানীয় দোকানির
পরিবহন দফতর সূত্রে খবর, বিশ্বব্যাঙ্কের টাকায় জলপথ ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে সরকার। নতুন ভেসেলগুলিও ওই টাকাতেই কেনা। জলযানগুলির একেকটির দাম প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। এই খাতে মোট ২০০ কোটি টাকা খরচা হবে বলেই খবর। পাশাপাশি, আউট্রাম ঘাট, বাঁশবেড়িয়া, দেবিতলা, রাসমণি ঘাট, গাদিয়াড়ার মতো জেটিগুলো নতুনভাবে সেজে উঠেছে। আলো, স্মার্ট কার্ড গেট বসানোর পাশাপাশি বানানো হয়েছে শৌচালয়ও।