রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মেট্রো পরিষেবায় কাঁটছাট । বুধবার কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা । মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শুধু মাত্র ব্লু লাইনে কমানো হচ্ছে পরিষেবা । আর বাকি দিনগুলির মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে গ্রিন, অরেঞ্জ, পার্পেল লাইনে ।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে প্রতিদিন ২৮৮টি মেট্রো চালানো হয় । কিন্তু, বুধবার প্রায় ৫৪টি মেট্রো কম চলবে । রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ২৮৮-র বদলে মেট্রো চলবে ২৩৪টি । প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না । বাকি রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে ।
এদিকে, কলকাতা মেট্রোতে টিকিট কাটার ক্ষেত্রে ঝঞ্জাট আর থাকবে না । এবার টিকিট কাটা যাবে ইউপিআই-এর মাধ্যমে । খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হতে পারে গ্রিন লাইনে । তারপর একে একে ব্লু, অরেঞ্জ, পার্পল লাইনেও চালু হবে ইউপিআই সিস্টেম ।