বিষমদ কাণ্ডে তামিলনাড়ুতে মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। পুলিশ সূত্রে খবর, বিষমদ খেয়েই তাঁদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। ঘটনায় অসুস্থ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায়।
ওই জেলার জেলাশাসক এম এস প্রশান্ত জানিয়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন। এবং অধিকাংশের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, পোস্টমর্টেম রিপোর্টেও বিষমদের উপস্থিতি উল্লেখ করা হয়েছে। বিষমদ বিক্রি করার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম গোবিন্দরাজ।
Read More- উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, দায়ী মালগাড়ির গতিবেগ ! কী জানাল রেল ?
পুলিশ সূত্রে খবর, গোবিন্দরাজ মদ বিক্রি করেছিল। যা খেয়ে বিষক্রিয়ার ঘটনা ঘটে। এদিকে তামিলনাড়ু সরকারের তরফে ওই বিষমদের পরীক্ষা করা হয়। সেখানে মেথানলের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
ইতিমধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পুরো ঘটনার CB- CID তদন্তের নির্দেশ দিয়েছেন। কাল্লাকুরচি জেলার প্রাক্তন জেলাশাসককে বদলি করা হয়েছে।