কলকাতায় চলছে মারাত্মক তাপপ্রবাহ। তারই বলি হলেন ২৬ বছরের এক যুবক। মৃতের নাম সুমন রানা। তিনি বাগুইআটির বাসিন্দা। সোমবার দুপুরে তিনি মধ্য কলকাতায় গিয়েছিলেন। রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন সুমন। বড়বাজার থানার পুলিশ তাঁকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয়েছে তাঁর।
কলকাতায় এই মরশুমের হিট স্ট্রোকের প্রথম বলি সুমন৷ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা আরও বেড়েছে। আড়াইটেয় ৪৩ ডিগ্রিতে পৌঁছেছে আলিপুরের তাপমাত্রা। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এখনো পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার।
আগামী ৪ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। তারপর বৃষ্টি হলেও হতে পারে।
হিট স্ট্রোকে সুমনের মৃত্যু চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের। তাঁরা বার বার করে বলছেন, খুব প্রয়োজন না হলে বেলা ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘরে থাকুন। একান্তই বেরতে হলে যাবতীয় সতর্কতা মেনে চলুন।