সামনেই বড়দিন (Christmas), আলোয় সেজে উঠেছে তিলোত্তমার পার্কস্ট্রিট অঞ্চল (Park Street)। ২৪ ডিসেম্বর থেকে বর্ষবরণ অবধি পার্কস্ট্রিটে উপচে পড়া ভিড় থাকে। বিশেষ করে ২৫ এবং ৩১ ডিসেম্বর রাতে ভিড় সামাল দেওয়া হয়ে ওঠে কঠিন। তাই আগেভাগেই সতর্ক প্রশাসন। রাস্তায় পার্কিং যানজট এড়াতে নিরাপত্তায় থাকছে অন্তত দেড় হাজার পুলিশ।
ইচ্ছেমতো পার্কিং এড়াতে গাড়ি বা বাইক ক্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে পার্কিং করতে হবে, সেদিকেই নজর থাকবে পুলিশের৷ প্রচণ্ড ভিড়ে পার্ক স্ট্রিটকে মানুষ চলাচলের জন্য ‘ওয়ান ওয়ে’ করার পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে বড়দিন মরসুমে রাস্তায় নামবে প্রায় ৩ হাজার পুলিশ।