যতকাণ্ড সেই আনন্দপুরেই। গত অগাস্ট মাসের পর ফের এই এলাকায় শিশু বিক্রির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ জানিয়েছে, ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুর দাদু ও ঠাকুমা মিলে বিক্রির ছক কষেছিলেন। তাঁদের গ্রেফতারের পাশাপাশি চৈতালি চক্রবর্তী নামের এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকেই শিশুকে উদ্ধার করা হয়েছে।
এই মাসের ১২ তারিখ শিশু হারিয়ে গিয়েছে এই নালিশ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন নীলম কুমারী নামের এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল তল্লাশি। তাতেই ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নীলমের অভিযোগ ছিল তাঁর বাবা চুন্ন এবং সৎ মা অলোকার বিরুদ্ধে। তদন্তে প্রথমে গয়া থেকে চুন্নকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়েন অলকাও। তাঁরা স্বীকার করেছেন, ৩০ হাজার টাকার বিনিময়ে নীলমের সদ্যজাতকে বিক্রি করেছিলেন।