অ্যাডিনো ভাইরাসের উদ্বেগ অব্যহত। রবিবার দুপুর একটা কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ৯ দিনে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার মৃত শিশুদের মধ্যে একজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, পক্সে মৃত্যু হয়েছে এক শিশুর। তার বয়স ছিল চার মাস। গত মঙ্গলবার জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। রবিবার ভোর চারটে নাগাদ মৃত্যু হয়। আতিফা খাতুন নামে দেড় বছরের এক শিশুরও এদিন মৃত্যু হয়। সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় আরও এক শিশুর। ওই শিশুটিকে গত ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করে করা হয়েছিল।
আরও পড়ুন - পেন কিনতে দোকানে যাওয়া নাবালিকাকে 'যৌন নিগ্রহ'-এর অভিযোগে ধৃত ৭৫ বছরের বৃদ্ধ
ইতিমধ্যেই অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নির্দেশিকা জারি রাজ্যের স্বাস্থ্য দফতর। সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরও নির্দেশিকা জারি করা হয়েছে।