এখনও মালবাজারে হড়পা বানের দৃশ্য মনে পড়লে শিউরে উঠছে বঙ্গবাসী, তবুও যেন কারও কারও টনক নড়ে না। এবার নিমতলা শ্মশানে আত্মীয়ের শবদেহ দাহ করতে গিয়ে তলিয়ে গেলেন ৩ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ সূত্রে খবর, বেলেঘাটা থেকে শবদেহ নিয়ে নিমতলা শ্মশানে গিয়েছিল একটি দল। দাহ করে, স্নান সেরে ওই দলের বাকি সবাই উঠে গেলেও ৬ জন কিছুতেই উঠছিল না। ১১টা ১৫ নাগাদ গঙ্গায় বান এলে, পুলিশ সতর্কও করে তাদের। কিন্তু কারও কথার তোয়াক্কা না করেই তারা সেলফি তুলছিলেন বলে অভিযোগ।
এরপর আচমকা বান আসায় ভেসে যান ৬ জন। স্থানীয়দের তৎপরতায় ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩ জন এখনও নিখোঁজ। তাদের আগে অনেকবার সতর্ক করা হলেও তারা কথা কানে তোলেনি। এরপর নদীতে নামে বিপর্যয় মোকাবিলা দফতর, চলছে তল্লাশি কাজ। এই ঘটনা ফের একবার উস্কে দিল মালবাজারের দগদগে স্মৃতি। মালবাজারের ওই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।