কলকাতার সরকারি হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়ে দেখতে পাচ্ছেন না। এমনই অভিযোগ তুললেন প্রায় ২৫ জন রোগী ও তাঁদের পরিজনরা। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজের রিজিয়োন্যাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি-তে রেখে চিকিৎসা করানো হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ওই রোগীদের ছানি অপারেশন করা হয়। বুধবার অর্থাৎ আজ তাঁদের চোখের ব্যান্ডেজ খোলা হয়। তারপর রোগীরা জানান তাঁরা কিছুই দেখতে পাচ্ছেন না। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিও তুলেছেন।
এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকার্তা জানিয়েছেন, দুজন রোগীর সমস্যার কথা জানতে পেরেছেন তিনি। তবে সম্পূর্ণ দৃষ্টি চলে গিয়েছে বলে এমন কোনও খবর নেই। যাঁদের সমস্যা তৈরি হয়েছে তাঁদের ফের চিকিৎসা করানো হচ্ছে বলে খবর।