কলকাতায় আগত এক ব্রাজিলিয়ানের মলদ্বার থেকে উদ্ধার হল ৪৪টি কোকেন ক্যাপসুল! আন্তর্জাতিক বাজারে যার দর প্রায় সাড়ে তিন কোটি টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যেই এই ব্রাজিলিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, ৩১ বছর বয়সী পলো সিজার পিনহোরা বাসতোস ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতায় কোকেন পাচারের উদ্দেশ্যে এসেছিল।
প্রথমে যুবককে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পেটে ব্যথার কারণ জানতে যুবকের পেটের এক্স রে করেন চিকিৎসকরা৷ তাতে দেখা যায় যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো জিনিস রয়েছে৷ এর পরেই আদালতের নির্দেশে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে ঘটনাটি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালের এক্সরেতেই পাওলোর শরীরের ভিতর ওই ক্যাপসুলগুলি দেখা যায়। পরে তাঁর বিভিন্ন উইথড্রয়াল উপসর্গ, বিরক্তি-সহ একাধিক সমস্যা দেখা গেলে পাওলোকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।