আরও বেশি সংখ্যক পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের(Student Credit Card) আওতায় আনতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। আরও ৪৫ হাজার কার্ডের জন্য আবেদনের নির্দেশ দিল সরকার। আগামি জুন মাসের মধ্যেই সেই আবেদনের সুযোগ দেওয়া হবে।
নবান্ন সূত্রে খবর, আগামী জুন মাসেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রিভিউ মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। শনিবারই এই বিষয়ে বিভিন্ন রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিক্ষা সচিব মনীশ জৈনরা(Manish Jain)। সেই বৈঠকেই এই নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিব।
আরও পড়ুন- Delhi news : নিজেরই বাবার অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকার বেশি চুরির অভিযোগ, গ্রেফতার মেয়ে
তবে ইতিমধ্যেই ২৪ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card) দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫০ কোটি টাকা। এবার গোটা রাজ্যে প্রায় ৪ হাজার মোবিলাইজেশন ক্যাম্প করে কার্ড বিলি করা হবে। পাশাপাশি আর্টিজেন কার্ড, মৎসজীবী কার্ডের সুবিধাও পাবেন আগ্রহীরা।